প্রচ্ছদ /
অপরাধ ও দুর্ণীতি, অর্থনীতি, আইন আদালত, আন্তর্জাতিক, কৃষি, ক্যাম্পাস, খুলনা, খেলাধুলা, গণমাধ্যম, চট্টগ্রাম, চাকুরী, জাতীয়, ঢাকা, তথ্যপ্রযুক্তি, দুর্ঘটনা, ধর্ম, নারী ও শিশু, প্রকৃতি ও পরিবেশ, প্রবাসের খবর, ফিচার, ফেসবুক নিউজ, বরিশাল, বিনোদন, বিশেষ সংবাদ, ভ্রমণ, মতামত, ময়মনসিংহ, রংপুর, রাজনীতি, রাজশাহী, লাইফ স্টাইল, লাইফস্টাইল, শিক্ষা, সম্পাদকীয়, সারাদেশ, সাহিত্য, সিলেট, স্বাস্থ্য
জেলেশূন্য ভোলার মেঘনা-তেঁতুলিয়া
ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কোনো জেলে নৌকা দেখা যায়নি। শুক্রবার সকাল থেকে ভোলার বিভিন্ন মাছঘাটগুলোতে সুনসান নীরবতা। মাছের আড়ৎগুলোও ছিল বন্ধ। এক দিন আগেও জেলে ও পাইকাদের হাকডাকে মুখরিত ছিল।
শুক্রবার সকাল থেকে ভোলার মেঘনা নদীর নাছির মাঝি, ভোলার খাল, কোড়ারহাট, স্লুইসগেট, তুলাতুলি, ইলিশা মাছ ঘাটসহ বিভিন্ন মাছঘাট ঘুরে দেখা গেছে, নদীতে কোনো জেলে নৌকা নেই। জেলেরা ঘাটে বসে জাল ও নৌকা মেরামতে ব্যস্ত সময় পার করছেন। আবার কেউ ঘাটে অলস সময় পার করছেন।