বাঘারপাড়ায় গলায় ফাঁশ দিয়ে গৃহবধুর আত্মহত্যা
বাঘারপাড়ায় গলায় ফাঁশ দিয়ে গৃহবধুর আত্মহত্যা
পারভেজ আলী মোহর যশোর থেকে :-
যশোরের বাঘারপাড়ায় স্বামীর উপর অভিমান করে সুপ্রিয় লস্কার (২৪) নামের এক গৃহবধুর আত্মহত্যা। গত ১৯ জানুয়ারী দুপুর ২টার দিকে বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের পুকুরিয়া ভিটা গ্রামে এ ঘটনা টি ঘটেছে নিহত সুপ্রিয়া লস্করের স্বামী- বাটুল লস্কারের
নিজ বসত বাড়িতে।এলাকা বাসী জানান স্বামীর উপর অভিমান করে পরিবারের সকলের অগোচরে বাঁশের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে । মৃত- সুপ্রিয়া লস্করের ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
শুক্রবার সকালে বাড়িতে রাখা গোবরের বইড়ে বৃষ্টিতে ভিজা কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, পরবর্তী সময়ে মৃতার স্বামী বাটুল লস্কার গরুর খাবারের জন্য বাড়িতে বিছালি কাটতে যায়।
একপর্যায়ে মৃতার স্বামী তাকে কোথাও না দেখতে পেয়ে খুজতে শুরু করে। এবং নাম ধরে ডাকতে থাকলে কোনো সাড়া না দেওয়ায় তার সন্দেহ হলে দ্রুত ঘরে গিয়ে দরজা বন্ধ দেখতে পায়।দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখতে পান ঘরের মধ্যে বাঁশের আড়ার সহিত গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রী সুপ্রিয়া লস্কর ঝুলছে।এ
সময় তার স্বামীর চিৎকারে আশেপাশের লোকজন ঘটনা স্থলে এসে গলায় ফাঁস দেওয়া ওড়না কেটে দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মূত্যু ঘোষণা করেন।অপর দিকে নিহতের মা বোন ওপরিবারের দাবি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
তবে মৃত্যুর সঠিক রহস্য জানার জন্য তৎপরতা অব্যাহত রয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ বাঘারপাড়া থানায় ছিলো। এ ঘটনায় বাঘারপাড়া থানা অফিসার ইনচার্জ শাহাদাৎ জানান,
মামলা হচ্ছে লাশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০শয্যা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টির সত্যতা উদঘাটন করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।