যশোরে ছুরিকাঘাতে এক ব্যাক্তির মূত্যু।
- যশোরে ছুরিকাঘাতে এক ব্যাক্তির মূত্যু।
পারভেজ আলী মোহর যশোর থেকে :-
যশোরে ছুরিকাঘাতে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। তিনি হলেন শহরতলী ছোট শেখহাটি এলাকার রফিকুল ইসলাম মনুর ছেলে রিপন হোসেন দিপু
সূত্র জানায়, ছোট শেখহাটি গ্রামের দিপু এলাকার ইমরান, আসাদুল ও তপুর সাথে মাংস বিক্রির কাজ করতেন। বেশ কিছুদিন আগে দিপুর কাছ থেকে তারা ১ হাজার টাকা ধার করেন। শুক্রবার সকালে দিপু তাদের কাছে পাওনা টাকা চাইতে গেলে তারা টাকা দিতে অস্বীকার করে। এ সময় তাদের সাথে দিপুর কথাকাটাকাটি হয়। শনিবার দিবাগত রাত ৩ টায় অজ্ঞাত ৫/৬ জন দিপুর বাড়িতে হামলা করে তাকে ছুরিকাঘাতে জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩ টায় তার মৃত্যু হয়।