যশোরে মামাভাগ্নে সন্ত্রাসীদের হাতে জখম নগদ টাকা ছিনতাই
যশোরে মামাভাগ্নে সন্ত্রাসীদের হাতে জখম নগদ টাকা ছিনতাই
পারভেজ আলী মোহর-যশোর :
যশোরের মাত্র ১১শ’ টাকা লেনদেনকে কেন্দ্র করে ভাগ্নেকে গতিরোধ করে অবৈধভাবে আটক করে রাখায় মামা উদ্ধার করতে এসে মামা ভাগ্নে চিহ্নিত সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখমসহ নগদ প্রায় ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।
এ ঘটনায় ৩ সন্ত্রাসীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫জনের বিরুদ্ধে বুধবার রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেন,আহত মামা যশোর সদর থানার ঘুনির মৃত তবিবর রহমানের ছেলে মেহেদী হাসান।
মামলায় আসামী করেন,সদর উপজেলার ঘুনি জমাদ্দারপাড়ার রেজয়ান হোসেন, একই গ্রামের আবুল হাশেম মোল্যার ছেলে আকাশ ও ঘুনি পূর্ব পাড়ার মিন্টুর ছেলে তুহিনসহ অজ্ঞাতনামা ৪/৫জন।