প্রচ্ছদ /
অপরাধ ও দুর্ণীতি, অর্থনীতি, আইন আদালত, আন্তর্জাতিক, কৃষি, ক্যাম্পাস, খুলনা, খেলাধুলা, গণমাধ্যম, চট্টগ্রাম, চাকুরী, জাতীয়, ঢাকা, তথ্যপ্রযুক্তি, দুর্ঘটনা, ধর্ম, নারী ও শিশু, প্রকৃতি ও পরিবেশ, প্রবাসের খবর, ফিচার, ফেসবুক নিউজ, বরিশাল, বিনোদন, বিশেষ সংবাদ, ভ্রমণ, মতামত, ময়মনসিংহ, রংপুর, রাজনীতি, রাজশাহী, লাইফ স্টাইল, লাইফস্টাইল, শিক্ষা, সম্পাদকীয়, সারাদেশ, সাহিত্য, সিলেট, স্বাস্থ্য
প্রথমবারের মতো পদ্মা সেতু পেরিয়ে জাতির পিতার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রথমবারের মতো পদ্মা সেতু পার হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার বিকাল ৪টা ৩৫ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এ শ্রদ্ধা জানান।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদর্শন করে। পরে তিনি ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।