বদলগাছীর চৌরাস্তার সড়কে যত্রতত্র পার্কিং, ভোগান্তিতে স্থানীয়রা
বদলগাছীর চৌরাস্তার সড়কে যত্রতত্র পার্কিং, ভোগান্তিতে স্থানীয়রা
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীর চৌরাস্তার সড়কে ফুটপাত দখল করে যত্রতত্র ও এলোপাতারি ভাবে চার্জার ভ্যান গাড়ী,টমটম, অটো চার্জার,সিএনজি,বাস গাড়ি যেখানে সেখানে দাড়িয়ে যাত্রী উঠা নামার কারনে তীব্র যানজট ও ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের।
মঙ্গলবার বদলগাছীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা যায়, ব্যস্ততম চৌরাস্তা মোড় থেকে মাতাজি রোড, আবার চৌরাস্তা মোড় থেকে জয়পুরহাট রোড, আবার চৌরাস্তা মোড় থেকে নওগাঁ রোড,অপরদিকে চৌরাস্তার মোড় থেকে বাজার রোড অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়ক অবৈধভাবে যাত্রী উঠানামার কারনে দিন দিন বৃদ্ধি পাচ্ছে যানজট। ঘটছে দুর্ঘটনা, বাড়ছে ভোগান্তি।
বেসরকারি কোম্পানির কর্মকর্তা মো. রিপন হোসেন জানান, অফিসের কাজে প্রত্যেক দিন বদলগাছী চৌরাস্তা মোড় দিয়ে বিভিন্ন এলাকায় অফিসের কাজে চলাচল করতে হয়।
চৌরাস্তার মোড় ফুটপাত দখল করে অবৈধভাবে গাড়ি রাখার কারনে মাঝে মধ্যে চরম ভোগান্তিতে পড়তে হয়।
বদলগাছীর চার্জার ভ্যানগাড়ীর এক ড্রাইভার বলেন, আমরা গরিব মানুষ। নিয়মিত চাদাঁ দিয়ে ফুটপাতে যাত্রী উঠা নামা করি।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন,পার্কিং মুক্ত রাখতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। পাশাপাশি মাঝে মধ্যে সর্তক করা হয়।
এ ব্যাপারে বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বলেন, সদরের রাস্তা উন্নয়নের কাজ চলমান রয়েছে, যার ফলশ্রুতিতে চৌরাস্তা মোড়ে যততত্র ভাবে যাত্রীবাহী গাড়ি থেকে যাত্রী উঠানামা করেন। যাঁর কারনে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে সড়ক উন্নয়নের কাজ শেষ হলেই অতিদ্রুত বদলগাছী সদর চৌরাস্তার মোড়ের ভোগান্তি আর পোহাতে হবে না স্থানীয়দের।