৭ মার্চকে জাতীয় ঐতিহাসিক ভাষণ দিবস করার দাবি: লায়ন মোঃ গনি মিয়া বাবুল
৭ মার্চকে জাতীয় ঐতিহাসিক ভাষণ দিবস করার দাবি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ৭ মার্চকে ‘জাতীয় ঐতিহাসিক ভাষণ দিবস’ করার দাবি জানিয়ে বলেন, ৭ মার্চের ভাষণ আমাদের শক্তি ও প্রেরণার উৎস। এই ভাষণ বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি। এই ভাষণে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনের সঠিক দিক নির্দেশনা ছিল। এই ভাষণকে পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত ও ৭ মার্চকে ‘জাতীয় ঐতিহাসিক ভাষণ দিবস’ হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করার জন্যে তিনি দাবি জানান। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে আরো গবেষণা করা প্রয়োজন।
৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে ৬ মার্চ বিকেলে ঢাকার মতিঝিলস্থ ওয়াকফ স্টেট মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, ন্যাপ ভাসানীর সভাপতি স্বপন কুমার সাহা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য লোকমান হোসেন চৌধুরী, বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি মুশফিকুর রহমান মিন্টু, শ্রমিক নেতা নাসির উদ্দিন, মাওলানা মাজহার হোসেন প্রমুখ।