শ্রীবরদীতে প্রধান শিক্ষক নিয়োগে নিয়ম বহির্ভূত বাধা
শ্রীবরদীতে প্রধান শিক্ষক নিয়োগে নিয়ম বহির্ভূত বাধা
শেরপুর জেলা শ্রীবরদি উপজেলার ভেলুয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদটি প্রায় চারমাস থেকে শূন্য রয়েছে। এই বিষয় নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আব্দুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, আমি চারমাস আগে যোগদান করেছি।
আমার বয়স তিনবছর পূর্ণ হলে উক্ত পদের জন্য আমি সার্কুলার দিব এবং সভাপতি সাহেবের সাথে পূর্বেই এই ধরনের চুক্তি হয়েছে। এই বিষয় নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শ্রীবরদী উপজেলার পৌর মেয়রের সাথে কথা বললে তিনি বলেন-ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহেব পুরোপুরি মিথ্যা বলেছে এবং আমি তাকে কোন প্রকার প্রতিশ্রুতি দেইনি বরং নিয়োগ কার্যক্রমে আমি আমার সদস্যদের সাথে আলোচনা করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেই।
সে নির্দেশনা না মেনে গড়িমসি করে আসছে। এই বিষয় নিয়ে আমি বিভিন্ন মহলে কথা বলে রেখেছি এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের চিন্তা করছি। বিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও কর্মচারীদের সাথে কথা বললে তারা বলেন, আমরা বিদ্যালয়ে দ্রুত একজন প্রধান শিক্ষক কামনা করছি তারা আরো বলেন এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান রিপন, সাধারন শিক্ষক ও কর্মচারীদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে রেখেছে তাতে করে শ্রেণী পাঠদানে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।
আমরা দ্রুত এর নিস্পত্তি চাই। এছাড়াও আমারা আমাদের বিদ্যালয়ে উপযুক্ত একজন প্রধান চাই। জানা যায়, উক্ত ভারপ্রাপ্ত প্রধান আব্দুর রহমান রিপন ভেলুয়া মাদ্রাসায় নিয়োজিত থাকা অবস্থায় ঐ মাদ্রাসাতেও এই ধরনের গ্রুপিং তৈরি ও নৈরাজ্যকর পরিবেশ তৈরি করতেন।